দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফি ও বই কিনে দেবে ‘টিম ক্যুইজ-ও-ম্যানিয়া’

সন্দীপ দে[অতিথি কলমে, স্থানীয় সংবাদ, ঘাটাল]: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পাশে দাঁড়াতে এগিয়ে আসছে ‘টিম ক্যুইজ-ও-ম্যানিয়া’। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দাসপুরের  অনেক পরিবার এখনও আছে যাদের বাড়ির সন্তানদের দশম শ্রেণির গন্ডি পেরিয়েই শুধুমাত্র পরিবারের অর্থনৈতিক অসঙ্গতির কারণে উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে আসতে হয়। বই খাতার অসুবিধা হয়। একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে থাকলেও টিউশনের জন্য পড়তে পারে না। তাই   ‘টিম ক্যুইজ-ও-ম্যানিয়া’ একটি  ‘ছাত্রবন্ধু’ নামে প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য,  শুধুমাত্র বই-খাতা কিনতে না পারার জন্য উচ্চ শিক্ষায় ইচ্ছুক মেধাবী ছাত্র-ছাত্রীদের বাধার কারণ হয়ে না দাঁড়ায়। ওই সংস্থার কর্ণধারেরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সমাজের সকল সচেতন মানুষের কাছে আবেদন রেখেছেন, এলাকার কোনও চেনা জানা মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে পড়তে না পারলে তাঁরা যেন ওই সংস্থাকে ‘8670122833/97329 39737’ এই মোবাইল নম্বরগুলিতে জানানোর ব্যবস্থা করেন। তবে মনে রাখতে হবে,  ‘টিম ক্যুইজ-ও-ম্যানিয়া’ শুধুমাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাইছে
সংস্থার আবেদন, যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা প্রকাশকের কাছ থেকে স্পেসিমেন তথা ফ্রি বই পান সেই সমস্ত বইগুলি যদি ‘টিম ক্যুইজ-ও-ম্যানিয়া’-র কাছে পৌঁছে দিতে পারেন তাহলে ওই সংস্থা আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।