অকাল বৃষ্টিতে মাথায় হাত মহকুমার চাষীদের, আলুতে ক্ষতির আশঙ্কা

মনসারাম কর: গত দুদিনের বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষক মহলে। দুদিন ধরে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হতে দেখা গেছে। আলু জমিতে জল দাঁড়িয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের আকাশও থাকছে মেঘে ভরা। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাতেই রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন ঘাটাল মহকুমা জুড়ে কৃষক সমাজ। জানা গেছে আলু এখন ওঠার মুখে। জমিতে যখন ভরা ফসল, ঠিক এই মুহূর্তে সেই আলু জমিতে জল ভরে যাওয়াতে আলুর ভবিষ্যৎ নিয়ে বুক দুরুদুরু চাষিদের। ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গায় এমন ছবিটাই দেখা গেছে। আজ সকাল থেকেই জমির জল নিকেস করতে ডিস আর কোদাল নিয়ে মাঠে নেমেছে কৃষকরা। মহকুমার অন্যান্য ব্লকের চাষিরাও ক্ষতির আশঙ্কায় রয়েছেন। ঘাটালের সোয়াই, সুলতানপুর, বালিডাঙ্গার কৃষক উৎপল মাজি, মদন মান্না, শম্ভু সামন্তরা বলেন, এই মুহূর্তে যে জমির আলু গাছ একেবারে শুকিয়ে গেছে সেই জমির আলু যেনতেন প্রকারে খুলে নিতে হবে, নচেৎ সেই আলু নষ্ট হয়ে যেতে পারে। আর যে জমিতে অল্প পরিমাণে গাছ এখনও বেঁচে রয়েছে সেই গাছ অতিরিক্ত জলে নষ্ট হওয়ার মুখে। ঘাটালের সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) শ্যামাপদ সাঁতরা বলেন, দুদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আলুর ক্ষেত্রে খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়, অল্প কিছু ক্ষতি হতে পারে, তবে আজও যদি বৃষ্টি হয় তাহলে হইত ক্ষতির পরিমাণ বাড়বে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।