এবার ঘাটালেও প্রতারণার জাল!

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মলে ১০ হাজার ৮০০ টাকার চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক জন যুবক-যুবতীর কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতীদের একটি চক্র। ফলে এই মহকুমায় বেশ কয়েক জন যুবক-যুবতী সেই ফাঁদে পা দিয়ে পাঁচ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত খুইয়েছেন।
কীভাবে করছে এই প্রতারণা? প্রথমে তারা ‘আমার শহর দাসপুর’ ফেসবুক পেজে এই বিজ্ঞাপনটি দেয়। এই বিজ্ঞাপন দেখে অনেক যুবক যুবতী বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করেন। তখনই তাদের কাছ থেকে কখনও ফর্ম পূরণের টাকা, কখনও বা সিকিউরিটি ডিপোজিক আবার কখনও ড্রেস কেনার টাকা ফোন পে বা গুগল পে’তে নিয়ে নেওয়া হচ্ছে।   ধাপে ধাপে বেশ কয়েক হাজার টাকা করে দাবি করছে ওই চক্র। চাকরির প্রয়োজনে যুবক-যুবতীরা টাকাও দিয়ে দিচ্ছেন। টাকা পেমেন্ট করে দেওয়ার পর তাদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না। ফোন বন্ধ। কখনও বা ফোনে অন্য কথা বলা হচ্ছে।
ঘাটালে সিটি চয়েস মলে চাকরি দেওয়ার নাম করে ওই টাকা তোলা হচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এদিকে সিটি চয়েসের সুপার ভাইজার রামকৃষ্ণ বাগ জানান, তাঁদের কোনও কর্মখালিই নেই। তাঁরা এই ভাবে চাকরি দেওয়ার নাম করে কখনও টাকা চাননা।
প্রতারিতরা সম্মিলিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করার উদ্যোগ নিচ্ছেন। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলেই তদন্ত শুরু করা হবে। ‘আমার শহর দাসপুর’ নামে ওই ফেসবুক পেজটি কেনই বা ওই ধরনের বিজ্ঞাপন পোস্ট করেছে তা নিয়েও পুলিশ প্রশ্ন তুলেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।