দাসপুরে সরকারি উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ, আর প্রশিক্ষণ শেষেই চাকরি

সুদীপ্ত শেঠ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকে একটি বেসরকারি [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] প্রতিষ্ঠানের মাধ্যমে ঘাটাল মহকুমার যুবক-যুবতীদের স্ব-নির্ভরতার প্রশিক্ষণ  দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগী হল ঘাটাল মহকুমা প্রশাসন৷ সেই উদ্দেশ্য, আজ ১১ আগস্ট, প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক কেম্পা হনাইয়া, ঘাটালের মহকুমা শাসক সুমন

বিশ্বাস, দাসপুর-১ ব্লকের বি.ডি.ও বিকাশ নস্কর, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, উৎকর্ষ বাংলা প্রকল্পের জেলা প্রোজেক্ট ম্যানেজার অরিন্দম চন্দ, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক প্রমুখ৷
অতিরিক্ত জেলা শাসক(স্কিল) কেম্পা হনাইয়া জানিয়েছেন,  সুলতাননগরে গড়ে ওঠা ওই সংস্থায় প্রায় ৩০ জন যুবক-যুবতীকে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে টেলারিং এর প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রশিক্ষণ শেষে থাকবে ওই সংস্থায় কাজের সুযোগ৷ মহকুমা শাসক বলেন,মহকুমার যুবক-যুবতীদের

কোথায় কর্ম সংস্থানের সুযোগ রয়েছে তা প্রথমে অনুসন্ধান করার ব্যবস্থা করা হয়। সেটা জানার পরই যুবক-যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আগেই অনুরোধ জানানো হয়েছিল৷ তার ভিত্তিতেই আজ এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে৷
প্রসঙ্গত, ঘাটাল মহকুমার বাসিন্দা উদ্যোগপতি  সৌরভ কোলের উদ্যোগে গড়ে ওঠা ওয়েস্টার্ন. এম.ফ্যশান লিমিটেড নামক ওই বেসরকারি প্রতিষ্ঠানটি  সম্প্রতি উন্নত মানের পোশাক তৈরির ব্যবসা শুরু করছে৷ রাজ্য ও রাজ্যের বাইরে অনান্য সংস্থার সাথে গাঁটছড়া বেঁধে চলছে ব্যবসায়িক লেন-দেন৷ আগামী দিনে সংস্থায় প্রায় ১০০ জন কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন সৌরভবাবু৷দাসপুরের মাটিতে গড়ে ওটা ফ্যাশান হাব আগামী দিনে রাজ্য তথা দেশের মাটিতে সুনাম অর্জন করতে পারবে বলে মনে করছেন বস্ত্র বিপনীরা৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!