স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে সরব হল পশ্চিম মেদিনীপুর গৃহ শিক্ষক কল্যাণ সমিতি

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের স্কুল শিক্ষকরা সাময়িকভাবে টিউশন পড়ানো বন্ধ করে[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দিলেও ফের টিউশন পড়ানো চালু করেছেন অনেকেই। বেপরোয়া ভাবে আইন ভঙ্গ করে টিউশনি পড়ানো এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পিটিডব্লিউএ এর পক্ষ থেকে একটি মিটিং করা হয়। আজ ২৩ আগস্ট ঘাটাল কলেজ মাঠ প্রাঙ্গণে একটি রুমে মিটিংটি করা হয়েছিল বলে জানা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর গৃহ শিক্ষক কল্যাণ সমিতির জেলা আহ্বায়ক অমর ঘোষ বলেন, স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো যাবে না, এই নিয়ে একটি আইন পাস হয়েছে। সেই আইন মেনে অনেকেই টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছিলেন কিছুদিনের জন্য। কিন্তু তারপর সেই আগের মতোই টিউশনি পড়াতে শুরু করেছেন অনেকেই। ছাত্রছাত্রীদের প্রোজেক্টের নম্বর না দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছে পড়তে বাধ্য করা হচ্ছে। এরফলে গৃহ শিক্ষকদের বিরাট একটা আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। কারণ অনেক শিক্ষিত বেকার যুবক টিউশন করেই তাদের রুজিরোজগার চালান। কিন্তু স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর জন্য তাদের কাছে ছাত্রছাত্রী থাকছে না। এই আর্থিক সংকটের কারণে অনেক গৃহ শিক্ষক বাধ্য হয়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন, সে ঘটনা আমাদের কারোরই অজানা নয়।

অমরবাবু আরও জানিয়েছেন, আগামী দিনে স্কুল শিক্ষকরা টিউশন পড়ানো বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে খুব জরুরি ভিত্তিতে। সেইসঙ্গে ঘাটাল এলাকার গৃহ শিক্ষকদের আইকার্ড বন্টন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আজকের এই মিটিঙে উপস্থিত ছিলেন ঘাটাল ইউনিটের গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্য অসীম পাঁজা, পার্থ সারথি শাট, মানিক মাজি, তনয় ঘোষ সহ অন্যান্য গৃহ শিক্ষকরা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015