নতুন সেতু পেয়ে খুশি দাসপুরের নিশ্চিন্তিপুর, বোয়ালিয়া, কুল্টিকুরির বাসিন্দারা

 

বাবলু মান্না:দীর্ঘ্ ছ’মাস অপেক্ষার পর অবশেষে মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হল দাসপুরের বোয়ালিয়া ও কুল্টিকুরি সংযোগকারী এই কাঠের পুলটি। গত বর্ষার সময় কংসাবতী নদীতে জল ও কচুরি পানার প্রবল চাপে দাসপুরের গৌরা থেকে মহিষঘাটা পর্যন্ত নদীর উপর থাকা সমস্ত বাঁশের ও কাঠের সেতুগূলি একে একে ভেঙে জলের তোড়ে ভেসে গিয়ে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখানেও একটি বাঁশের সেতু ছিল সেটিও ভেঙে ভেসে যায়।ফলে কৃষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকে অন্যপারে যেতে গেলে অনেকদূর দিয়ে ঘুরপথে যেতে হয়রানি পোয়াতে হচ্ছিল। শ্রীবরার দিকে যেতে গেলে হয় গৌরা না হয় জোতঘনশ্যাম ব্রিজ হয়ে কয়েক কিলোমিটার বেশি ঘুরে যেতে হত। এই পুলটি রাজ্য সরকারের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের চেষ্টায় আবার নির্মাণ করে চালু হওয়ায় সাধারণ মানুষ খুবই খুশি। •ভিডিও
এখন সাধারণ মানুষের চলাচলের সুবিধের জন্য পুলটি খুলে দেওয়া হলেও পুলের কাজ এখনো কিছুটা বাকি আছে। শীঘ্রই কাজ সম্পুর্ন হলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে বলে জানান নিশিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাস মণ্ডল

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!