তৃপ্তি পাল কর্মকার: রাস্তা সংস্কার করতে গিয়ে ফিরে চলে আসতে হল ঘাটাল পুরসভার ঠিকাদারকে। আজ ১ আগস্ট এই ঘটনাটি ঘটেছে ঘাটাল পুরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগরে। এলাকার বাসিন্দাদের ক্ষোভেই আজ পুরসভাকে রাস্তা সংস্কার করতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দাদের আপত্তিতে ঠিকাদারদের ফিরে চলে যেতে বাধ্য হতে হয়। ঠিকাদারের লোকেরা এলাকা থেকে চলে গেলেও বিক্ষোভ কমেনি স্থানীয়দের।ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ২০০ মিটার দূর থেকেই শুরু হচ্ছে মাইতি পাড়ার এই রাস্তাটি। এই রাস্তাটির উপর দিয়ে ঘাটাল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ছাড়াও ঘাটাল ব্লকের একাংশের মানুষ নিয়মিত যাতায়াত করেন। মাটি ও মোরামের রাস্তাটি প্রত্যেক বছর বর্ষার সময় ডুবে যায়। ফলে সারা বছরই বেহাল থাকে। পাশাপাশি সমস্ত রাস্তা ঢালাইয়ে রূপান্তরিত হয়ে গেলেও ওই রাস্তাটি তিন দশকেরও বেশি সময় ধরে সংস্কার করা হয়নি। সেজন্যই আজ ঠিকাদারকে রাস্তা সংস্কার করতে দেওয়া হয়নি। বিস্তারিত রিপোর্ট এই ভিডিওতে:
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










