দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই দিল কুই্যজ ও ম্যানিয়া

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলো দাসপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কুই্যজ ও ম্যানিয়া। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ে যাদের আর্থিক অবস্থা দারিদ্রসীমার নীচে তাদেরকেই এই পাঠ্য বই দেওয়া হয়েছে। আজ ১৯ জুন বেলতলা আলাপন লজে একটি অনুষ্ঠানের মাধ্যমে বইগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুভাষ দাস বলেন, মূলত ঘাটাল মহকুমার স্কুলগুলির ছাত্রছাত্রী বেশি ছিল, তাছাড়াও পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর ও পুরুলিয়া জেলার কয়েকজন দুঃস্থ ছাত্রছাত্রী ছিল। পাঁচবেড়িয়া রামচন্দ্র বিদ্যামন্দির স্কুলের শিক্ষক অশোক গোস্বামী ও নন্দন্দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক সন্তু দে উপস্থিত ছিলেন নিজেদের স্কুলের তরফে। এইসব ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশই বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ছিল, কয়েকজন কলা বিভাগের ছাত্রছাত্রীও ছিল। মোট ২০ জনকে পাঠ্য বই দেওয়া হয়েছে। এই উদ্যোগের সাবেকি নাম দিয়েছেন ‘ছাত্রবন্ধু’ । ছাত্র-ছাত্রীদের সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়াতেই তাদের এই প্রয়াশ বলে জানাচ্ছেন ওই সংস্থার সহ সম্পাদক সন্দীপ দে। এই কর্মসূচির এটিই প্রথম বছর। বছর বছর এই উদ্যোগ নিতে চান তারা।

উল্লেখ্য, কুই্যজ ও ম্যানিয়া সারাবছরই নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে। দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে রক্তদান শিবির, বন্যার্ত মানুষদের সাহায্য করার মতো সেবামূলক কাজ করে থাকে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015