নিজস্ব সংবাদদাতা: সবাই জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করেন। কিন্তু স্বাধীনতা দিবসের দিনে
এলাকার নোংরা আবর্জনা ও ড্রেন পরিষ্কার করে দৃষ্টান্ত তৈরি করলেন রাজনগর ইয়ং সোসাইটির সদস্যরা। পূর্ব পরিকল্পনা মতো এদিন তাঁরা এভাবেই ময়লা পরিষ্কার করেন। এবিষয়ে রাজনগর ইয়ং সোসাইটির সভাপতি রাজকুমার আলু বলেন, সবাই তো পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করেন। আমরা একটু অন্যভাবে করলাম।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









