দাসপুরের রাজনগর বিদ্যুৎহীন, নতুন ট্রান্সফরমার নিয়ে অনিশ্চয়তা

সৌমেন মিশ্র: ২১ আগস্ট বেলা ১১টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন দাসপুর থানার রাজনগর জনপদ। ফলে ওই রাতে রাজনগর গ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষকে রাতে অন্ধকার ও তীব্র গরমের মধ্যে কাটাতে হয়েছে। আজ ২২ আগস্ট সকাল থেকে ওই এলাকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুতের অভাবে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে। রাজনগরের শনিকালী মন্দির সংলগ্ন ট্রান্সফরমারটি হঠাৎ করে বিকল হয়ে যাওয়ার ফলেই ওই বিপত্তি।  বিদ্যুৎ দপ্তরের দাসপুর গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, বর্তমানে ট্রান্সফরমারের সমস্যা রয়েছে। যদি আজ ২২ আগস্ট ট্রান্সফরমার ম্যানেজ করা যায় আজই দুপুরে ওই ট্রান্সফরমারটি বদলে দেওয়া হবে। যদি ট্রান্সফরমার না পাওয়া যায় কবে হবে তা এই মুহূর্তেই বলা সম্ভব নয়।

২১ আগষ্ট সকাল ১১টার পর একাল বিদ্যুৎহীন হয়ে পড়লে এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ দপ্তরের হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানান। স্থানীয় বাসিন্দা স্বপন দিয়ান ও দীপঙ্কর মিশ্র জানান,স্থানীয় বিদ্যুৎ দপ্তর ও হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানিয়েও মেলেনি ফল।  দীর্ঘক্ষণ বিদ্যুত না থাকার জন্য বাড়িতে ছোটো ছোটো শিশু,রাতভর অন্ধকার সাথে গরম তার উপর একটানা প্রায় দুদিন বিদ্যুৎ না থাকায় মোবাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন।

এই ট্রান্সফরমার বিকল হওয়ায় রাজনগরের গ্রামবাসীদের পাশাপাশি রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, রাজনগর বালিকা বিদ্যালয়, রাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রও অন্ধকারাচ্ছন্ন। তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছে সারা গ্রামের সাথে রাজনগরের গ্রাম পঞ্চায়েত অফিস, পোস্ট অফিস, বিদ্যালয়,স্বাস্থ্য কেন্দ্র,আই সি ডি এস কেন্দ্রের মত সরকারি প্রতিষ্ঠানগুলিও। আজ দুপুরে বিদ্যালয়গুলিতে কী করে মিড-ডে মিল রান্না হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ দোলই বলেন,এলাকাবাসীর সমস্যার কথা ভেবে আমি ২১ আগস্টেই  দাসপুরের বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের সাথে ফোনে কথা বলে বিষয়টি জানাই। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখন  পর্যন্ত এলাকায় বিদ্যুৎ আসেনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!