কুড়কুড়ে চিপসের প্যাকেট থেকে দাসপুরের স্কুলে রাখী তৈরি হচ্ছে

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: এখন পৃথিবীর ভয়ঙ্কর বোঝা কিন্তু প্লাস্টিক।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের হাতে হাতে ঘুরছে বিভিন্ন চিপস, কুড়কুড়ের প্লাস্টিকের প্যাকেট। ডাস্টবিনের থেকে উড়ে পড়ছে এদিক-সেদিক। আমরা জানি এই প্লাস্টিক কোনওভাবেই আর মাটির সাথে মিশে যায় না। প্লাস্টিক ক্রমশ ঘিরে ধরছে আমাদের পৃথিবীর উপরিভাগ। আমাদের মুখে প্লাস্টিক জড়িয়ে দিলে আমরা যেমন শ্বাস না নিতে পেরে হাসফাস করি, পৃথিবীর অবস্থা সেই দিকে যাচ্ছে। এই প্লাস্টিক ব্যবহার করে তাকে মাটিতে না ফেলে সেগুলো দিয়ে কিছু বানালে কেমন হয়? বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভাবনা আর সে ভাবনা বাস্তব রূপ পেল শিল্পী বিমান আদক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের হাত ধরে। আজ সোমবার দাসপুর ১ ব্লকের সামাট প্রাথমিক বিদ্যালয়ে প্লাস্টিকের বিভিন্ন ফেলে দেওয়া জিনিস যেমন কুড়কুড়ে চিপসের প্যাকেট, বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া জলের বোতল, ডিম, ঘুগনির দোকানে দেওয়া প্লাস্টিকের চামচ পাশাপাশি কাগজের চায়ের কাপ এসব দিয়ে রাখী তৈরির প্রশিক্ষণ পেল কচিকাঁচারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ প্রামাণিক জানান, তাঁদের বিদ্যালয়ে মোট ১১০ জন ছাত্রছাত্রী। প্রতিবছর বাজার থেকে রাখী কিনে বিদ্যালয়ে রাখীবন্ধন অনুষ্ঠান হয়। বর্তমানে প্লাস্টিকের বাড়বাড়ন্ত আর তার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন প্রজন্মের উপর। ছাত্রছাত্রীদের প্লাস্টিক সম্বন্ধে সচেতনতার বার্তা পাশাপাশি কোনো জিনিস ফেলনা নয়, নিজের মধ্যেকার উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে পারলে ফেলে দেওয়া নিজিস দিয়েও নতুন কিছু করা যায় এটাও ওদের বোঝাতে চেয়েছিলেন। আমাদের ভাবনার বাস্তব রূপ পায় শিল্পী বিমান আদক এবং কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী মাধ্যমে। ফেলে দেওয়া প্লাস্টিকের নানান জিনিসের প্যাকেট, চায়ের কাপ, চামচ দিয়ে কিভাবে সুন্দর সুন্দর রাখী তৈরি করা যায় তারই প্রশিক্ষণ দিলেন তাঁরা। ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করে ফেলল একের পর এক রাখী। শিল্পী বিমান আদক জানান, এদিন প্রায় তিন’শ রাখী তৈরি হয়েছে। জানা যাচ্ছে, এই সব রাখী দিয়েই সামাট প্রাথমিক বিদ্যালয়ে এবারের রাখীবন্ধন উৎসব পালিত হবে। বিদ্যালয়ের অভিভাবকরা জানাচ্ছেন, পুঁথিগত বিদ্যার মাঝে বিদ্যালয়ে এমন কর্মশালার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে নতুন কিছু করছে এই ভাবনা এবং প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!