সোনাখালীতে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

মন্দিরা মাজি: দাসপুর-২ ব্লকের সোনাখালীতে তাজপুর প্রাইমারি স্কুল থেকে সোনাখালী বাজার পর্যন্ত রাস্তাটির কাজ অসম্পূর্ণ। রাস্তায় প্রচুর ধুলো ওড়ে, সমস্যায় পড়ে স্থানীয় বাসিন্দারা ও রাস্তার [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পাশের দোকানদারেরা। সেই রাস্তা সংস্কারের দাবি তুলে স্থানীয়রা আজ ৮ এপ্রিল সকালে পথ অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই রাস্তার কাজ চলছে। যে ঠিকাদারি সংস্থার রাস্তার কাজ করছে তারা রাস্তায় জল না দেওয়ার জন্য রাস্তায় প্রচুর ধুলো ওড়ে। রাস্তা দিয়ে কোনও গাড়ি গেলে তখন রাস্তার পাশ দিয়ে চলাচল করা সাধারণ মানুষের চোখে-মুখে ধুলো ঢুকে সমস্যা হয়। কয়েকবার শ্বাসকষ্ট রোগীদের সমস্যাও হয়েছে। ওই এলাকার এক দোকানদার সঞ্জিত বেরা বলেন, শুধু ধুলো ওড়ে তাই নয়, রাস্তার কাজ অসম্পূর্ণ থাকার কারণে রাস্তার গুটি পথ চলতি মানুষের গায়ে ছিটকে পড়ে জখম হয়েছেন অনেকেই। প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ এখনও বাকি রয়েছে। দ্রুত সেই কাজ সম্পূর্ণ করার দাবিতে আজ স্থানীয়রা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে।
যদিও পরে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ফোন করেছিলেন এবং ঠিকাদারি সংস্থার লোকেদের আশ্বাসে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দা ও দোকানদারেরা জানিয়েছেন, যেদিন জল দেওয়া হবে না সেদিনই তারা আবার অবরোধ করবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015