দাসপুরের খাল থেকে উদ্ধার বিরল জলজ প্রাণী

জেলার দাসপুর ২ নম্বর ব্লকের খেপুত দক্ষিণবাড় এলাকায় গোমরাই খাল থেকে উদ্ধার এক অজানা জলজ প্রাণীর মৃতদেহ। স্থানীয়রা জানান ৪ ঠা জুলাই শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই এলাকার গোমরাই ব্রিজের নিকট খালের জলে ভেসে এসে সুইস গেটে আটকে যায় এক ডলফিন জাতীয় প্রাণী। পরে স্থানীয়দের চেষ্টায় গেট খুলে প্রাণীটিকে উদ্ধার করা হলে দেখাযায় প্রাণীটি মৃত। এলাকাবাসীর অনুমান জোয়ারের সময় পাশের রূপনারায়ণ নদী থেকে উঠে এসেছিল এই প্রাণীটি।

আমরা স্থানীয় সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করি পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি মৎস্য অধিকর্তা পিয়াল সর্দারের সাথে। ওই প্রাণীর ছবি ভিডিও দেখে পিয়াল বাবু বলেন,ছবিতে দেখে মনে হচ্ছে এটি গঙ্গা নদীতে যে শুশুক পাওয়া যায় প্রাণীটি সেই প্রাণীই। এরা ডলফিনের সম গোত্রীয়। এরা খুব শান্ত কিন্তু ভীষণ ভীতু প্রকৃতির। জালে আটকে গেলে এমনিই মারা যায়। এরা প্রায় বিলুপ্তির পথে। এদের সংরক্ষণ খুবই আবশ্যক। তিনি আশঙ্কা করছেন ওই গোমরাই খালের সুইসগেটে আটকে ভয়েই প্রাণীটি মারা,গেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!