করোনা:ঘাটাল মহকুমা শাসকের উদ্যোগে ১৪০০ আদিবাসী পরিবারকে ত্রাণ

সুইটি রায়: বর্তমান সময়ে দেশজুড়ে চলা লকডাউনে সমস্যায় পড়েছেন সকলেই। তবে প্রান্তিক আদিবাসী পরিবারগুলির সমস্যা আরোই প্রকট। কারণ যে দৈনিক কাজের বিনিময়েই তাদের নিত্যদিনের ভাতের সংস্থান হয়, লকডাউন তাদের সেই কাজের সুযোগই কেড়ে নিয়েছে।এই অবস্থায় তাদের পাশে দাঁড়ালেন ঘাটালের মহকুমাশাসক অসীম পাল। এপ্রিল মাসের প্রথম থেকে পর্যায়ক্রমে তিনি আদিবাসীদের জন্য যে ত্রাণবিলির ব্যাবস্থা করেছিলেন এটি তার দ্বিতীয় দফা। মহকুমা শাসককের কার্যালয় সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকের মোট  ১৪০০ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে। ব্লক ভিত্তিক পরিবারের সংখ্যা হল, চন্দ্রকোণা-১ ব্লকে ৩৫০ পরিবার, চন্দ্রকোণা-২ ব্লকে ৩৫০ পরিবার, ঘাটাল ব্লকে ২৫২ পরিবার, দাসপুর-১ ব্লকে ৩৮৬ পরিবার এবং দাসপুর-২ ব্লকের ৬২টি। আজ ২৫ এপ্রিল ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকের   নাড়াজোল সহ বিভিন্ন এলাকা এবং চন্দ্রকোণা-২ ব্লকের কয়েকটা এলাকার ওই সমস্ত আদিবাসী পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী  তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল এবং মহকুমাশাসক কার্যালয়ের অন্যান্য আধিকারিকগণ।  এক একটি প্যাকেটে ছিল চাল, আলু, সোয়াবিন , জীরে, হলুদ আর পিঁয়াজ। এই বিষয়ে মহকুমাশাসক বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে অসুবিধার মধ্যে আছেন প্রান্তিক আদিবাসীরা। আমরা সকল সহৃদয় ব্যক্তির কাছে অনুরোধ করে কিছু ত্রাণ সামগ্রী বিলিবন্টনের ব্যবস্থা করেছি। আর এটাও সুনিশ্চিত করার চেষ্টা করছি যাতে এই ত্রাণ সামগ্রী সঠিক লোকের কাছে পৌঁছয়। তিনি আরও বলেন,  এর আগে আমরা ১১০০ টি পরিবারকে ত্রাণ বিলি করেছি এবং পরবর্তী পর্যায়ে আরও ২০০০ পরিবারের হাতে অতিপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মহকুমাশাসক ব্যক্তিগত উদ্যোগে মহকুমার বিভিন্ন মানুষদের কাছ থেকে অনুরোধ করে কিছু সামগ্রী জোগাড় করেছেন। ঘাটাল ও দাসপুর ব্লকের যে সমস্ত সহৃদয় ব্যক্তি এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন তাঁরা হলেন ঘাটালের সুজয় কর্মকার,অরূপ চক্রবর্তী,সিদ্ধার্থ শেখর দত্ত, হরিশ দাস, অভিজিৎ পাল, মুম্বাই গার্মেন্টস, দাস স্যানিটেশন ও মার্বেল,গোপাল চট্টোপাধ্যায় ,দিলীপ জানা, রবীন্দ্রনাথ মোদক, রামপদ  মান্না অশোক মোদক,  অসীম মোদক, তপন প্রামাণিক, বিমলা মিষ্টান্ন ভান্ডার, পাওয়ার গ্রিড সুলতাননগর, সঞ্জীব কোলে গোহালডাঙ্গা, ভোলানাথ দাস ডেবরা প্রমুখরা। প্রসঙ্গত, আজ দাসপুর-১ ব্লকে ত্রাণ বিলির সাথে সাথে মহকুমাশাসক নিজে লাইনে দাঁড়ানো বয়স্ক আদিবাসীদের কাছ থেকে ভাতা সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন এবং তাদের কিভাবে আবেদন করতে  হবে সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা করেন। সত্তরোর্ধ এক বৃদ্ধা এখনও পর্যন্ত ভাতা পান নি একথা জেনে তিনি খুবই অবাক হন এবং অবিলম্বে ওই মহিলা যাতে তার ভাতা পায় সেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!