বাড়ি ফেরার পালা: হায়দ্রাবাদ থেকে দাসপুরে বাসে করে ফিরছেন অনেকেই

তনুশ্রী সামন্ত: বাড়ি ফেরার পালা। গত  তথা মঙ্গলবারের রাতে হায়দ্রাবাদ থেকে দাসপুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা একটি বাসে করে বাড়ি ফিরছেন।   রাত ১টা ৩৩মিনিটে বাসটি হায়দ্রাবাদ থেকে ছেড়েছে। ওই বাসেই রয়েছেন চাঁইপাটের সৌমিত্র দাস সহ আর অনেকে। সৌমিত্রবাবু বলেন, দেড় মাস প্রায় শ্বাসরুদ্ধ অবস্থায় ছিলাম। এখনও বাড়ি ফিরতে পারিনি। বাসেই রয়েছি। বাড়ি ফিরতে এখনও বেশ কয়েক ঘন্টা লাগবে। ক্রমশ বাড়ির দিকে এগোচ্ছি তাতেই  খুব আনন্দ লাগছে।
ট্রেনে ফেরার অনিশ্চয়তা রয়েছে। তাই বাসে করেই সৌমিত্রবাবুরা ফিরছেন। ৫০ আসনের  বাসটিতে মোট  ৪৫ জন রয়েছেন। তাদের মধ্যে দু’মাসের একটি শিশু-সহ মোট চারটি শিশু এবং চার জন মহিলাও রয়েছেন। ভাড়া পড়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। নিয়ম মতো দাসপুরে পৌঁছে ওনাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপর ১৪ দিন হোম কোয়রেন্টাইনে থাকতে হবে।
যাঁরা বাড়ি ফিরছেন তাঁদের আমাদের টিম স্থানীয় সংবাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনারা সবাই সাবধানে বাড়ি ফিরে আসুন। আপনাদের জন্য আমরা ‘টিম স্থানীয় সংবাদ’-এর   সদস্যরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাড়ি ফিরে সাবধান সতর্কে থাকবেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।