নিজস্ব সংবাদদাতা: আজ সকালে চন্দ্রকোণা থানার ঝাঁকরাতে একটি স্কুল ভ্যানের ধাক্কায় মৃত্যু হল অন্য একটি স্কুলের ছাত্রের। মৃত ছাত্রের নাম সৌম্য ঘোষ(১১) সে ঝাঁকরা স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ত। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌম্য সাইকেলে করে স্কুল যাচ্ছিল। সেই সময় ঝাঁকরার একটি নার্সারি স্কুল ভ্যান তাকে ধাক্কা মারলে, গুরুতর জখম হয় সে। চন্দ্রকোণা হাসপাতালে নিয়ে গেলে সৌম্যকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই ঘটনায় ওই নার্সারি স্কুলের ছাত্রও জখম হয়। তার নাম অরিত্র বেরা।
এই মুহূর্তে
বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
শ্রীকান্ত ভুঁইয়া, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল দাসপুরের যুবকের।
ঘটনাটি ঘটেছে ২৯ নভেম্বর বুধবার রাত ১০ টা...