ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায় পথ দুর্ঘটনার কবলে মারুতি ও বাইক। মুখোমুখি ধাক্কা। গুরুতর জখম হন বাইক চালক। দাসপুর পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে পাঠানো হল ঘাটাল হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ দাসপুর থানার ডিহিপলসা বাসস্ট্যান্ডে মেদিনীপুরগামী এক মারুতির সাথে নাড়াজোলের দিক থেকে আসা এক বাইকের মুখোমুখি ধাক্কা লাগলে ছিটকে পড়ে বাইক চালক। স্থানীয় সিভিক ও এলাকাবাসীর তৎপরতায় আহত বাইক চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। জানা যাচ্ছে মারুতিটির যান্ত্রিক ত্রুটি ছিল। যাত্রীরা নেমে মারুতিটিকে ঠেলতে থাকলে মারুতি হঠাৎই চালু হয়ে যায়। সেই সময়ই বিপরীত দিক থেকে আসা ওই বাইকের মুখোমুখি ধাক্কা। দুর্ঘটনার জেরে ওই ব্যস্ত সড়কে সাময়িক যানযট সৃষ্টি হলে দাসপুর পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও মারুতিকে সরিয়ে যাতায়াত স্বাভাবিক করে।
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...