বালির জন্য ট্রেকারের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী, চলল অবরোধ

আকাশ দোলই: রাস্তায় ছড়িয়ে থাকা বালিতে স্লিপ খেয়ে পড়ল ছাত্রী, তাকেই বেশ কিছুটা ঘষে নিয়ে চলে গেল এক ট্রেকার। ফলে ছাত্রীটি গুরুতর জখম হয়। ভেঙে যায় হাত। তার জেরেই চলল ঘাটাল মনোহরপুর রাস্তায় পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে আজ ৩০ ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ ঘাটাল-রাণীচক রাস্তার মনসাতলায়। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। ঘাটাল থানার থানার পুলিশ জানিয়েছে,গুরুতর জখম ছাত্রীর নাম তনুশ্রী চক্রবর্তী। গোপমহলে বাড়ি। তাকে বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল জানান,অন্যান্য দিনের মতো আজও তনুশ্রী চক্রবর্তী ঘাটাল পড়তে যাচ্ছিল। সে সময় পিচ রাস্তায় জমা বালির ওপর সাইকেল নিয়ে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তীব্র গতিতে আসা এক ট্রেকারের পা দানিতে আটকে খানিকটা টেনে হিঁচড়ে চলে যায় তনুশ্রী। বেশ গুরুতর চোট পায় সে। সঙ্গে সঙ্গে আহত তনুশ্রীকে নিয়ে ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ওই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা রেগে গিয়ে পথ অবরোধ করেন। তাঁরা বলেন, রাস্তায় পড়ে থাকা ইট, স্টোনচিপস, বালিতে পথচারী ও নিত্যযাত্রীদের সমস্যা হয়। প্রায় সাইকেল নিয়ে পড়ে যায় পড়ুয়ারা। প্রায় ঘটে দুর্ঘটনা। রাস্তাকে অবিলম্বে ইমারতীসামগ্রী মুক্ত করতে হবে। পঞ্চায়েত থেকে আলোচনা করে আশ্বাস দেওয়া হয় রাস্তা ইমারতী দ্রব্য মুক্ত করা হবে। ঘণ্টাখানেক পরে অবরোধ ওঠে যায়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!