বন্যা: সিপিএমের মিছিল ও পথ অবরোধ

সুইটি রায়: আজ ২৬ আগস্ট দাসপুর ও কেশপুর সড়কের সামাট চাতালে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে দাসপুরের সিপিএম এরিয়া কমিটি। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই অবরোধ চলেছে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন সিপিএম নেতা রামেশ্বর দোলই, গুনধর ঘোষ, অর্পন সাহা প্রমুখ।রামেশ্বরবাবু জানান,  রামদেবপুরে নদীর হানার ফলে রাজনগর গ্রামপঞ্চায়েত এলাকা এবং মঙ্গলবার রাতে পারাং নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের মোট প্রায়  ৪০হাজার মানুষ জলবন্দি। তাঁদের দাবি, ওই সমস্ত মানুষকে অবিলম্বে উদ্ধার করতে হবে।  জরুরি ভাবে বাঁধতে হবে বাঁধদুটি। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিসহ আরও ১৬ দফা দাবি জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]