বল কুড়াতে গিয়ে একি পরিণতি হল কিশোরের

•ফেসবুকের কিছু নিয়মের জন্য আমাদের হেডিং এবং লেখায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার উত্তর মাগুরিয়া এলাকায় পুকুরে বল কুড়াতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক পরিণতি নবম শ্রেণির ছাত্রের। ওই ছাত্রের নাম রোহিত দাস (১৫)। বাড়ি দাসপুরের পিরিজপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ৮ সেপ্টেম্বর বিকেলে উত্তর মাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় পাশের একটি পুকুরে বলটি পড়ে যায়। সেই বল কুড়াতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক পরিণতি হল তার। রোহিত কুল্টিকরী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্র। জানা যাচ্ছে, রোহিত সাঁতার জানত না। রোহিত মাগুরিয়ায় টিউশন পড়তে গিয়েছিল, পড়া শেষে মাঠে ফুটবল খেলতে গিয়েই এই ঘটনাটি ঘটে। তাকে তলিয়ে যেতে দেখে অন্যান্য ছেলেরা সঙ্গে সঙ্গে পুকুরে নেমে খোঁজার চেষ্টা করলেও সেই মুহূর্তে তার সন্ধান মেলেনি। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাদের ফলাফল জানিয়ে দেন। কিশোরের হঠাৎ এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।