ঘাটাল জুড়ে করোনা রোধে বাড়ির উঠোন খুলে কাঠ কয়লা মাখার গুজব

সাত সকালেই বাড়ির ঈশান কোনে উঠোনে শাবল দিয়ে মাটি খুঁড়তে ব্যস্ত ঘাটালের বিভিন্ন এলাকার মানুষ। মাটি খুঁড়লেই নাকি বেরোচ্ছে কাঠ কয়লা,সেই কয়লা মুখে,চোখে সারা দেহে মাখলে মিলবে করোনার গ্রাস থেকে মানব সভ্যতার মুক্তি।

ঘাটালের মত উচ্চ শিক্ষিত যুক্তি নির্ভর মহকুমায় এমন হুজুগ আর গুজবে আজ শনিবারের সকাল থেকেই মেতেছে এলাকাবাসী। মহকুমার একাধিক বিজ্ঞান মনস্ক মানুষ এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছেন। এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জানিয়েছেন, এ গুজবে দ্রুত না জল ঢাললে জমায়েত বাড়তে থাকবে এবং তাতে করোনার সংক্রমণের আশঙ্কা থাকবে।

ঘাটাল মহকুমার অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী বলেন,কুসংস্কার আর গুজব মিলে কী না করতে পারে! আমাদের এ পাশে সকাল থেকে মেয়েদের হাতে শাবল, কোদাল,কাটারি, দাউলি নিয়ে ব্যস্ততার শেষ নেই। সবাই দরজার সামনে মাটি খুঁড়ছে কাঠ কয়লার সন্ধানে। ঐ কয়লার টিপ পরলে করোনাতে ছুঁতে পারবে না ।অব্যর্থ প্রতিষেধক। মেয়ে মদ্দ , কাচ্চা বাচ্চা, তরুণী তরুণ,যুবক যুবতী, বুড়ো হাবড়া, সকলের কপালে কয়লার টিপ! কারো ছোট কারো ইয়াব্বড় টপ্পা। যাদের পাকা বাড়ি তারা কেউ উঠুন খুঁড়ছে কেউ বাগান ।

আর যারা তাও পাচ্ছে না, তারা স্বামী বেচারার উপর মহাবিক্রমে মৌখিক শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ত্রস্ত করে তুলছে। জ্ঞান বিজ্ঞান মঞ্চের সৈনিকদের খোঁজ চলছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!