ভোরে রূপনারায়ণে নৌকাডুবি, কতজন মারা গিয়েছেন? একজনের দেহ উদ্ধার। আরও কতজন মারা গিয়েছেন?

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাঝ নদীতে দেখা যাচ্ছে নৌকার কিছুটা অংশ, পাশেই আটকে এক দেহ। ঘটনাকে ঘিরে আজ বৃহস্পতিবারের সকাল থেকেই চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই ওই দেহ উদ্ধার হয়েছে সাথে তাঁর পরিচয় মিলেছে। তবে তল্লাশি এখনও জারি আছে। নৌকায় করে মাছ ধরতে গিয়েই কি নৌকা ডুবি? নৌকায় কত জন ছিল? ১ জনের দেহ কেন? জেলে বা নৌকার মাঝি ওই মৃত ব্যক্তি যেই হোননা কেন, তাঁর সাঁতার জানা ছিল না? কী এমন পরিস্থিতি ঘটল যে মর্মান্তিক মৃত্যু! ঘটনাকে ঘিরে এমনই একাধিক প্রশ্ন উঠেছে। ঘটনা পশ্চিম মেদিনীপুর এর দাসপুরের কৈজুড়ী ও হাওড়ার ভাটোরা এর মাঝে রূপনারায়ণ নদের। আজ বৃহস্পতিবার সকালে দাসপুর থানার কৈজুড়ি মাইতি পাড়ার বাসিন্দাদের নজরে আসে রূপনারায়ন নদের মাঝ এক নৌকোর কিছু অংশ সাথে নৌকার কাছেই আটকে এক দেহ। খবর যায় পুলিশে। আমাদের স্থানীয় সংবাদের প্রতিনিধি বাবলু মান্না ঘটনাস্থলে ওই ভোরেই পৌঁছে যায়। প্রায় ৩ ঘন্টা ধরে চলে তল্লাশি। হাওড়ার ভাটোরা এলাকার পুলিশ সেই দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি বছর ৬০ এর কিঙ্কর গুছাইতের, বাড়ি হাওড়া জেলার উত্তর ভাটোরা এলাকায়। তবে তল্লাশি এখনও জারি আছে। দাসপুর থানার কৈজুড়ি এলাকার বাসিন্দাদের প্রাথমিক ধারণা রাতে নদীতে মাছ ধরতে নেমে কোনওভাবে নৌকাডুবি হতে পারে। আর তাতেই এই মর্মান্তিক পরিণতি। নৌকায় ওই ব্যক্তি একাই ছিলেন কিনা তা জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। সে রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।