জেলা পরিষদের নতুন সভাধিপতির সম্পত্তির পরিমাণ কত জানেন?

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে শপথ নিলেন প্রতিভারানি মাইতি। সহকারী [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]সভাধিপতি হয়েছেন অজিতকুমার মাইতি। প্রতিভারানি মাইতির বাড়ি নারায়ণগড়ের পুরীচকে। তিনি গড়বেতা-৩ নম্বর ব্লকের ৫৪ নম্বর জেলা পরিষদের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই ৫৪ নম্বর জেলা পরিষদ আসনে প্রতিভাদেবী ছাড়াও বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীরা ছিলেন। প্রতিভাদেবী পেয়েছেন ২৩ হাজার ৮৯৭টি ভোট। বিজেপির রীণা মণ্ডল পেয়েছেন ৬৮২১টি ভোট, সিপিএমের লিপিকা বারিক ৪১৮৬টি এবং কংগ্রেসের কৃষ্ণা মিশ্র পেয়েছেন ২৩২টি ভোট। প্রতিভাদেবীর স্বামী প্রশান্ত মাইতি অনেক দিন আগেই মারা গিয়েছেন। বিএ পাস এই নেত্রী নির্বাচন দপ্তরে জানিয়েছেন, তাঁর উপজীবিকা চাষবাস। এই মুহূর্তে তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ২৯ হাজার টাকা। ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ১৭ হাজার ৩২০টাকা। নিজের ২০ গ্রাম সোনার গয়না ছাড়াও প্রতিভাদেবীর সাড়ে চার লক্ষ টাকা মূল্যের ৫২ শতক জমি রয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!