হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের জন্য ২৭ তারিখেও স্কুল খুলল না

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: দীর্ঘ দিন পর রাজ্যের সমস্ত স্কুল ২৭ জুন খোলার কথা ছিল। কিন্তু স্কুল চত্ত্বরে গ্রামের হরিনাম সংকীর্তনের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অনুষ্ঠান হওয়ার জন্য ২৭ এবং ২৮ জুন এই দু’দিনও স্কুল খুলল না। এরকমই অভিযোগ উঠেছে চন্দ্রকোণা-১ ব্লকের কামারগেড়িয়া প্রাথমিক ও কামারগেড়িয়া জুনিয়র হাইস্কুলের বিরুদ্ধে। অভিভাবকরা জানান, সোমবার সকালে ছেলে-মেয়েদের স্কুলে পৌঁছাতে গিয়ে দেখি স্কুল চত্ত্বরেই চলছে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান। স্কুল দুয়ারে চলছে অনুষ্ঠানের খাওয়া-দাওয়ার ব্যবস্থা। তাই স্কুল না হওয়ায় ছেলেমেয়েদের বাড়ি নিয়ে চলে আসি। বিষয়টি স্বীকার করেছেন প্রাথমিক বিদ্যালয়ের টিআইসি জগদীশ ঘোড়াই। তিনি বলেন, গ্রামের অনুষ্ঠান। তাই কী করে ‘না’ বলি। তবে আগামী কাল বুধবার থেকে স্কুলে নিয়মিতই ক্লাস হবে।
অভিভাবকরা বলেন, স্কুল থেকে কিছুটা দূরেই একটি মাঠ রয়েছে।  ওই দুটি স্কুল আপত্তি করলে মাঠেই অনুষ্ঠানটি হতে পারত। স্কুল খোলার ভয়ে শিক্ষকরা আপত্তি করেননি। ওই অনুষ্ঠান কমিটির সম্পাদক হরিসাধান খাঁ বলেন, এই অনুষ্ঠানটি আমরা গত বছর থেকে করে আসছি। এবছর  আমরা ওই মাঠেই করতাম। কিন্তু বর্ষা নেমে যাওয়ার জন্য স্কুল চত্বরে করতে হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।