প্রাথমিক বিদ্যালয়ে মনীষীদের মূর্তি উন্মোচন

সোমেশ চক্রবতী, স্থানীয় সংবাদ, ঘাটাল: শনিবার ঘাটাল ব্লকের শীলারাজনগর প্রাথমিক বিদ‍্যালয়ে মহামানব চার মনীষীর মূর্তি উন্মোচন হল। সকালে বিদ‍্যালয়ের পড়ুয়া, গ্রামবাসীদের প্রভাতফেরী, পরে এক অনুষ্ঠানের মাধ‍্যমে ঘাটাল পশ্চিম চক্রের ওই প্রাথমিক বিদ‍্যালয়ে বিদ‍্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও নেতাজির মূর্তি উন্মোচন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক অতনু পাল বলেন, মূর্তিগুলি তৈরি করতে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা খরচ পড়েছে। সমূহ খরচ প্রদান করেন গ্রামের শিক্ষানুরাগীরা। ওই গ্রামের ভূমিপুত্র তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজির উদ্যোগে  আজকে ওই চার মনীষীর মূর্তি বসানো হয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, ঘাটাল পঞ্চায়েত সহকারি সভাপতি, ঘা্টাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ। সকলেই মহানমানুষদের উপদেশাবলী, জীবনে চলার পথে পাথেয় হিসাবে গ্রহণ করা, পরিচর্যা, শ্রদ্ধা নিবেদনের কথা বলেন। এমনকি পড়ুয়াদের এনাদের জীবনকাহিনী পঠনপাঠনের সময় তুলে ধরবার জন‍্য বক্তব্য রাখেন। সবমিলিয়ে আজকের অনুষ্ঠানে কচি কিশলয়দের, অভিভাবক, গ্রামের অধিবাসী সহ শিক্ষানুরাগী, শিক্ষা হিতৈষী ব‍্যক্তিদের উপস্থিতিতে প্রবল উৎসাহ উদ্দীপনা। পরে সরকারীভাবে ওই গ্রামে দুর্গা পাকা ঘাটের উদ্বোধন হয়। ওই স্কুলের তিন সহকারী শিক্ষক সঞ্জয় ঢল, সুনীত সাহা এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের স্কুলে মনীষীদের মূর্তি ছিল না। সর্বস্তরের মানুষে উদ্যোগে এই মূর্তিগুলি প্রতিস্থাপিত হওয়ায় আগামী দিন পড়ুয়াদের সামনে মনীষীদের জীবন ইতিহাস ব্যাখ্যা করতে সুবিধে হবে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!