রাজ্যে চতুর্থ শ্রেণীর বৃত্তিলাভ দাসপুরের দুই কৃতী কন্যার

শ্রীকান্ত ভুঁইঞা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৯ শিক্ষা বর্ষের বৃত্তি পরীক্ষা রেজাল্ট বেরোল। ঘাটাল মহকুমার দুই ছাত্রী কৃতিত্বের সঙ্গে এই বৃত্তি পেয়েছে। দুই ছাত্রী হল খেপুত বোর্ড প্রাইমারি স্কুলের অঙ্কিতা জানা, অপরজন আজুড়িয়া প্রাইমারি স্কুলের শ্রেয়া দাস কর্মকার। দাসপুর দুই ব্লকের খেপুত বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কিতা জানা ৪০০ নাম্বারের মধ্যে ৩৯১ নাম্বার পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খেপুত বোর্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল এবং সহকারী শিক্ষক তাপস বেরা এবং বলেন মেয়েটি বরাবরই পড়াশোনায় খুব ভালো এবং বাধ্য। ওর রেজাল্টে আমরা খুব খুশি। অপরদিকে রাজ্যে বৃত্তি পাচ্ছে আজুড়িয়া প্রাইমারি স্কুলের ছাত্রী শ্রেয়া দাস কর্মকার। ওই স্কুলের প্রধান শিক্ষক মলয় দিণ্ডা বলেন শ্রেয়া খুব গুনী একটা মেয়ে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী সে। শ্রেয়ার বাবা নির্মল দাস কর্মকার জোতঘনশ্যাম নীলমণি হাইস্কুলের প্রধান শিক্ষক। মেয়ের রেজাল্টে নির্মলবাবু খুব খুশি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!