দাসপুরে মাটি চুরির অভিযোগে বড়সড় জরিমানা

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: একেবারে দিনের আলোয় প্রকাশ্যে জেসিবি দিয়ে সরকারি জায়গা থেকে মাটি চুরির ছবি স্থানীয় সংবাদে প্রকাশ পেতেই নড়েচড়ে বসল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনার সরজমিনে তদন্তে নেমে আজ বুধবার অভিযুক্তের ৪৬ হাজার টাকা ফাইন করল সংশ্লিষ্ট দপ্তর। ১৫ জুন মঙ্গলবার দাসপুর-১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকে সাথে নিয়ে দাসপুরের রঘুনাথপুরের সেই দহতে পৌঁছে যান মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমিত্র সামন্ত। অভিযোগ ছিল ওই এলাকায় সরকারি জায়গায় যে দহ,সেই দহ থেকে প্রকাশ্যে মাটি চুরি চলছিল। ওই আধিকারিক জানান, সত্যিই কোনওরকম অনুমতি ছাড়াই ওই দহ থেকে মাটি কাটা হয়েছে এবং মাটি কেটেছেন ওই রঘুনাথপুরেরই বাসিন্দা গৌর মাজি। অভিযুক্তকে ৩০ মিনিটের মধ্যে দপ্তরে ডেকে পাঠানো হয়। আজ বুধবার দাসপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গৌর মাজির মোট ৪৬ হাজার টাকা ফাইন করা হয়। ঘাটাল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমিত্র সামন্ত জানান, ঘাটাল জুড়ে যেখানে যেখানে বিনা অনুমতিতে এই মাটি কাটার অভিযোগ উঠেছে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাঝে মধ্যেই দপ্তরের তরফে বিশেষ অভিযান চালিয়েও এই বিনা অনুমতিতে মাটি কাটার বিরুদ্ধে তৎপর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তিনি আরও জানান, ১ এপ্রিল ২০২২ থেকে ১৫ জুন ২০২২ এই সময়ের মধ্যে তাঁদের দপ্তর প্রায় ৬০ লক্ষ টাকা অবৈধভাবে মাটি তোলার অভিযোগে জরিমানা বাবদ আদায় করেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!