ঘাটাল মহকুমার প্রশাসনের ‘কেরিয়ার গাইডেন্স সেমিনার’ যোগ দেওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হল

সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: কীভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার তা নিয়ে বিশেষ সেমিনার করছে ঘাটালের মহকুমা প্রশাসন। আর সেই সেমিনারে অংশগ্রহণ করতে হলে এখন থেকেই অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন,  আমাদের অফিসিয়াল ওয়েব সাইট ‘www.sdoghatalonline.com ’ এই ওয়েবসাইটে গিয়ে  ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। আগামী ২ অক্টোবর ঘাটাল টাউন হলে ওই সেমিনার হবে।
ঘাটাল মহকুমায় অনেক শিক্ষিত যুবক-যুবতী রয়েছেন। কিন্তু কোনও পরীক্ষায় বসা উচিত কিংবা সংশ্লিষ্ট পরীক্ষার প্রস্তুতিই কীভাবে নেওয়া দরকার তা নিয়ে অনেকেরই সবিশেষ ধারণা নেই। তাই চাকরির দিশা দিতে মহকুমা শাসকের এই উদ্যোগ। স্নাতক বা তার থেকে বেশি প­ড়াশোনা জানা যুবক-যুবতীরাই কেবল মাত্র ওই সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
ওই ওয়েবসাইট খুললে সবার উপরের দিকে ‘আগামী ২রা অক্টোবার কেরিয়ার গাইডেন্স সেমিনারে যোগ দেবার জন্য এই লিংকে ক্লিক করুন’ লেখা দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করলেই গুগল ফর্মের বেরিয়ে আসবে। সেখানে   নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ বেশ কয়েকটি তথ্য দিয়ে আপলোড করতে হবে। যাঁরা অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখবেন তাঁরাই ওই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!