শিল্পভূমি আর্ট আকাদেমি কলকাতার চিত্র প্রদর্শনীতে জায়গা করে নিল

সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: কলকাতার একটি বড় চিত্র প্রদর্শনীতে অংশ নিল ঘাটালের শিল্পভূমি আর্ট আকাদেমি। কলকাতার প্রখ্যাত চিত্রশিল্পী তথা রংবাহারের কর্ণধার রণদীপ পাল কলকাতার গ্যারারি গোল্ডে এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন। সেখানেই  ঘাটালের শহরের একমাত্র মহিলা পরিচালিত আর্ট আকাদেমি  শিল্পভূমি আর্ট আকাদেমি অংশগ্রহণ করে। এই আকাদেমির কর্ণধার সুচরিতা ঘোষ ও সুমনা দত্ত বলেন, ২০১২ সালে এই আকাদেমির পথচলা শুরু হয়। বর্তমানে এই আকাদেমির ছাত্রছাত্রীর সংখ্যা ১০০ র বেশি। ঘাটালের কোন্নগরে ও একটি শাখা ঘাটালের হরিসিংপুরে আছে। সুচরিতাদেবী বলেন, ভূগোল ও শিক্ষা বিষয়ে ডবল এম.এ এবং বি.এড করেছি কিন্তু আর্ট নিয়ে আমি সেভাবে কখনোই কোনও বড় আর্ট স্কুল বা কলেজ থেকে বি ফাইন ডিগ্রি করিনি। আর্টে ডিপ্লোমা কোর্স এবং ক্রমাগত শিল্পচর্চার অনুশীলন করে চলেছি। আর সেই মনের ইচ্ছে আর প্রতিভার জোরেই আজ এত বড় জায়গায় আসতে পেরেছেন তিনি। এর জন্য বড় কোনও ডিগ্রির দরকার হয় না সেটাই প্রমাণ করে দিলেন সুচরিতাদেবী।
ঘাটালেরই একটি বেসরকারি স্কুলে চার বছর শিক্ষকতা করার পর এখন তাঁর সম্পূর্ণ লক্ষ্য নিজের প্রতিষ্ঠানকে অনেক ওপরে নিয়ে গিয়ে আর্টের জগতে একটি জায়গা করে নেওয়া। একজন গৃহবধূ হয়েও সংসার ও নিজের সাড়ে চার বছরের মেয়েকে সামলে নিজের প্রতিষ্ঠানকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা সত্যিই প্রশংসনীয়। সুচরিতাদেবীর স্বামী কলেজের অস্থায়ী অধ্যাপক। সুচরিতাদেবীর ব্যাখায়, বাবা-মায়ের থেকেও সর্বদা প্রচুর সাপোর্ট পেয়েছেন তিনি। ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলে একটি প্রদর্শনীতে নিজেদের ট্যালেন্ট দেখিয়ে কলকাতার ওই বড় চিত্র প্রদর্শনীতে জায়গা করে নিয়েছেন তিনি। শিল্পভূমি আর্ট আকাদেমির যোগাযোগ নম্বর:+91 96793 03455

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।