গ্যাস লিকের শব্দ, অথচ গন্ধ নেই, রান্নাঘরে গিয়ে যা দেখলেন গৃহকর্তা

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রান্নাঘর থেকে সিঁ সিঁ শব্দ বেশ কিছুক্ষণ ধরেই আসছে। তবে কি গ্যাস(gas) লিক করল?
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
রান্নার গ্যাস লিক করেছে অথচ গন্ধ কিছু নেই, ব্যপারটা কী জানতে রান্নাঘরে(kitchen) গেলেন গৃহকর্তা। গিয়ে তো তার চক্ষু চড়কগাছ । রান্নাঘরে শুয়ে চন্দ্রবোড়া দম্পতি নিজেদের মধ্যে ভাব ভালোবাসা বিনিময় করছে সিঁ সিঁ শব্দের মাধ্যমে। শব্দটা ঠিক গ্যাস লিকের শব্দের মত। রান্নাঘরে দু দুটি সাপ দেখে বনদপ্তরে(forest department) খবর দেন গৃহকর্তা। ঘাটাল ১৩ নম্বর ওয়ার্ডের হরিসিংপুর পার্ক লাগোয়া বাড়িটির রান্নাঘর থেকে বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিম(wildlife recovery team) সাপ(snake) ধরতে এসে একটি সাপ ধরতে পারে। একটি পালিয়ে যায়। রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ জায়গাটায় ব্লিচিং ছড়িয়ে দিতে বলেন। আরেকটি সাপ যেটি লুকিয়ে পড়েছিল সেটি ঠিক সন্ধ্যা নাগাদ বেরিয়ে আসে। সন্ধ্যায় পুনরায় এসে সাপটিকে ধরে নিয়ে যান তিনি। স্বাস্থ্য পরীক্ষার(health checkup) পর সাপ দুটিকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।