আজাদি কা অমৃত: ‘লোরি’ গান রচনা প্রতিযোগিতায় রাজ্যে দ্বিতীয় হলেন ঘাটালের সৌমিত্র রায়

নিজস্ব সংবাদদাতা: ঐতিহ্যবাহী শিশুদের ঘুম পাড়ানো গান ‘লোরি’ (Lori) লিখে ভারত সরকারের “আজাদি কা অমৃত মহোৎসব” উদযাপনের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় হলেন সৌমিত্র রায়। আজ ১২ জানুয়ারি ২০২৩ কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে ফোন করে পুরস্কারের কথা তাঁকে জানানো হয়। উল্লেখ্য ২০২১ সালে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিকে সামনে রেখে সারা দেশের রাজ্য ও জেলায় জেলায় “দেশভক্তি গীত” “লোরি” রচনার প্রতিযোগিতার আয়োজন করে করা হয়। ‘লোরি’ হল ভারতের ঐতিহ্যবাহী শিশুদের ঘুমপাড়ানি গান। যে গান গাইতে গাইতে বাবা-মা, দাদু-ঠাকুমা শিশুদের আদর করে ঘুম পাড়ান। এই গানের ভাষায় থাকে দেশপ্রেম, পরিবেশ-প্রকৃতি প্রেম এবং দেশের-দশের একজন হয়ে ওঠার স্বপ্ন। এই ‘লোরি’ রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ” আধুনিক ভারতের চিন্তাচেতনা”। এমনই ঐতিহ্যবাহী ‘লোরি’ রচনা করে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রথম হন এবং এরপর রাজ্যস্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন তিনি। প্রসঙ্গ, সৌমিত্রবাবুর বাড়ি খড়ার সিংহপুরে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।