ঘাটালে সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ,উদ্যোগে ঘাটাল মহকুমা প্রশাসন


নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ডব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ আগেই শুরু হয়েছিল। সাধারণ চাকরি প্রার্থীদের কথা ভেবে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এবার শুরু হতে চলেছে প্রায় সমস্ত চাকরির পরীক্ষার জন্য একটি কম্বাইন্ড কোর্স। প্রতি সপ্তাহে তিনদিন মহকুমা শাসকের দপ্তরে বিকেল ৫টা থেকে এই প্রশিক্ষণ চলবে। জানালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, ঘাটালের সাধারণ চাকরি প্রার্থীদের দাবি ছিল ডব্লুবিসিএস পরীক্ষার পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষারও প্রশিক্ষণের ব্যবস্থা করার। মূলত তাদের কথা ভেবেই মহকুমা প্রশাসন এই ব্যবস্থা করেছে। এখানে আগ্রহী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা গরিব অথচ মেধাবী, মূলত তাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালে মহকুমা প্রশাসনের এই উদ্যোগটি শুরু হলেও, করোনা পরিস্থিতির জন্য ক্লাস বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালের এপ্রিল মাসে আবার ক্লাস শুরু হয়েছে। ২০১৯ সালের ৬০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২১ জন ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করে মেন্ পরীক্ষা দিয়েছেন। সেই হিসেবে, এই প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য ভালোই বলা যায়। এখানে বিভিন্ন সরকারি আধিকারিক এবং অভিজ্ঞ শিক্ষকরা তাদের নিয়মিত কাজের মাঝে ক্লাস নেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ফিলাপ করা বা কেরিয়ার কাউন্সেলিংও করা হয় এই প্রশিক্ষণ কেন্দ্রে। এছাড়াও রাজ্য সরকারি প্রকল্প উৎকর্ষ বাংলার মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কিল ম্যাপিং করে দেওয়া হয়। বর্তমান কোর্সের আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে , মহকুমা শাসকের দপ্তরের ওয়েবসাইটে। আবেদন করার শেষ তারিখ ২২ জুলাই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মেধার ভিত্তিতে ৫০ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হবে। এই মাসেরই শেষ দিকে প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানা গিয়েছে। সমস্ত বিষয়টি নিয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস কী জানালেন শুনুন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।