ঘাটালের জয়রামচক গ্রামে মদ দোকানের বিরুদ্ধে পথে মহিলারা

বুবাই প্রামাণিক: মদ দোকানের বিরুদ্ধে পথে মহিলারা। আজ ১৫ সেপ্টেম্বর দাসপুরের জয়রামচক গ্রামে মদ

দোকান খোলার প্রতিবাদে মিছিল করে মহিলা সহ শতাধিক গ্রামবাসী। এই মিছিলে পা মেলায় স্কুলের ছাত্র-ছাত্রীরাও। মিছিল থেকে মদ দোকানদার গণেশ খাটুয়ার বিরুদ্ধে সুর চড়ান গ্রামের সকলেই। অভিযোগ গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানের সামনেই এই দোকান থাকার কারণে নানান বিড়ম্বনায় পড়তে হয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত অনেককেই। তাছাড়াও সামনেই রয়েছে স্কুল। স্কুল যাওয়া-আসার পথে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। তাই গ্রামবাসীদের দাবি গনেশ খাটুয়ার এই মদ দোকান পুরোপুরি ভাবে বন্ধ করুক প্রশাসন। এই মিছিলে অংশ নেওয়া গ্রামের গৃহবধূ মধুমিতা দোলই বলেন, মদ দোকানের বিরুদ্ধে আমাদের এই ধিক্কার মিছিল, কিছুদিন আগে গ্রামবাসীদের প্রতিবাদেই এই দোকান বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় চালু করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধেই আজ আমাদের এই প্রতিবাদ মিছিল। স্কুল ছাত্রী অনুশ্রী দোলই জানায়, দোকানের সামনের রাস্তা দিয়ে স্কুল যাওয়ার সময় ভবিষ্যতে আমাদের যাতে কোনও কটূক্তির সম্মুখীন না হতে হয় তাই আমরা আজ এই মিছিলে পা মিলিয়েছি। গ্রামবাসী ভারতী দোলই চড়া সুরে বলেন, মদ খেয়ে মাতালরা অনেক কিছুই ঘটাতে পারে তাই এখানে আমি মদ দোকান চালাতে দেব না। এখানকার বাসিন্দা অভিজিৎ হুদাইত বলেন, এটা রাজনৈতিক মিছিল নয়, সম্পূর্ণ গ্রামবাসিদের উদ্যোগেই এই প্রতিবাদ মিছিল, গ্রামের মধ্যে মদ দোকান খোলা হলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।