এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ করে কলকাতায় রাজ্য সরকারের কাছে পুরস্কৃত হলেন ঘাটালের দুর্গা মালিক

পাপিয়া বন্দ্যোপাধ্যায়: ঘাটালের দুর্গাকে কলকাতায় ডেকে পশ্চিমবঙ্গ সরকার পুরস্কৃত করল। চোলাই মদ তৈরির বিরুদ্ধে আপোষহীন লড়াই-ই আজ তাঁকে এই সম্মান এনে দিল। আজ ৬ মার্চ শুক্রবার সল্টলেকের রবীন্দ্র অকাকুরা ভবন থেকে দুর্গা মালিককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। গোটা রাজ্যের ১২ জন ব্যাতিক্রমী বাছাই করা মহিলাদের মধ্যে রয়েছেন ঘাটালের গোপমহল গ্রামের গর্ব দুর্গা মালিক। এর আগেও তাঁর এই দুঃসাহসিক কাজের জন্য ২০১৯ সালের অক্টোবর মাসে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃত করা হয়েছিল। আজ তার পুরস্কার নেওয়ার এই আনন্দমূখর সময়ের সাক্ষী হতে ঘাটাল থেকে কলকাতায় উপস্থিত ছিলেন মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দোলই সহ অনেকেই। জয়দেববাবু বলেন দুর্গাদেবীর জন্য আমাদের গ্রামের এই সম্মানে আমরা খুবই খুশি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী ড. শশী পাঁজা, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অধ্যক্ষ লীনা গঙ্গোপাধ্যায়, নারী – শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের সচিব সংঙ্ঘমিত্রা ঘোষ প্রমুখ। অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গাদেবীর হতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় ১৫ হাজার টাকার একটি চেক, একটি মেমেন্টো, এবং একটি শংসাপত্র। দুর্গাদেবী এই সম্মান পেয়ে উচ্ছসিত হয়ে বলেন মাতঙ্গিনীর মত নিজের প্রাণ দেব তবু গ্রামে চোলাইয়ের ঠেক বসতে দেব না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!