বিজেপির নেতা হয়ে তৃণমূল সংগঠনের প্যাড ব্যবহার করে ভ্যাকসিন তোলার অভিযোগ

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: এক সময় তৃণমূলে সংক্রিয় ছিলেন। সেই সুবাদে তৃণমূল নিয়ন্ত্রিত ওষুধ দোকানের মালিক সংগঠন ‘প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন’-এর জেলা জেলা সম্পাদকও ছিলেন ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সুমন মণ্ডল। কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিধানসভা নির্বাচনের আগেই কলকাতায় বিজেপিতে যোগদান করেন। সেই থেকে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যায়। কিন্তু সেই সুমনবাবু ফের তৃণমূলে যোগদান না করে বর্তমানে   তৃণমূল নিয়ন্ত্রিত ওষুধ দোকানের মালিক সংগঠন ‘প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন’-এর প্যাড ব্যবহার করে চলেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, নিজেকে ওই সংগঠনের জেলা সম্পাদক হিসেবে দাবি করে ২৮ মে ঘাটাল মহকুমা সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ৩৬ জনের ভ্যাকসিন তোলার জন্য আবেদনও করেছেন। স্বাস্থ্য দপ্তর থেকে ওই আবেদনের কথা স্বীকারও করা হয়েছে।[উপরের ছবির সঙ্গে আবেদনপত্রটি এবং সুমনবাবুর বিজেপিতে যোগদানের ছবিটিও দেওয়া হয়েছে] এই ঘটনাটা জানাজানি হওয়ার পর চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এনিয়ে সুমনবাবু  ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, আমি কোনও অসামাজিক কাজ করিনি। ওষুধ ব্যবসার সঙ্গে যাঁরা যক্ত তাঁদের জন্যই ভ্যাকসিন তুলতে গিয়েছিলাম। আর আমাকে রাজ্য নেতৃত্ব ওই পদ থেকে এখনও সরায়নি। তাই ওই সংগঠনের প্যাড ব্যবহার করেছিলাম। এর পেছনে আমার কোনও অন্য উদ্দেশ্য নেই। যা করেছি ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের জন্য করেছি।  এদিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিষয়টি আমি জানতাম না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!