তৃপ্তি পাল কর্মকার: শীলাবতী নদীতে পর্যাপ্ত জল নেই। তাই তাই আগামী কাল স্বাধীনতা দিবসের দিন শিলাবতী নদীতে সাঁতার প্রতিযোগিতা হবে না। নিমতলা শিলাবতী ঘাট থেকে ঘাটাল আদালত সংলগ্ন ঘাট পর্যন্ত প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন সাঁতার খেলাটি ঘাটাল পুরসভা করায়। পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, সাঁতার প্রতিযোগিতা করাতে হলে নদীতে ন্যূনতম জলের দরকার। সেই জল বর্তমানে নেই। তাই এবছরের সাঁতার খেলাটি বাতিল করা হল।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...