ঘাটাল মহকুমায় শিক্ষক দিবসকে ঘিরে নানান অনুষ্ঠান

তৃপ্তি পাল কর্মকার: ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুলে শিক্ষক দিবস পালিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই, সঙ্গে ছিল বার্তাবহ কিছু অনুষ্ঠান।

ওই দিন দাসপুর বিবেকানন্দ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রের উদ্যোগে তৈরি শহিদ জোনের উদ্বোধন করা হয়। সারা বছর বিভিন্ন সময়ে শহিদদের স্মরণ করার জন্যই বিদ্যালয়ের অনুমতি নিয়ে ছাত্ররা ওই শহিদ জোন তৈরি করার পরিকল্পনা নেয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। স্কুলের সিঁড়ির পাশে ওই জোনে বীর শহিদ ক্ষুদিরামের একটি ছবি বসিয়ে এলাকাটি সুন্দর করে সাজিয়ে তোলা হয়। ছাত্রদের পক্ষে প্রসেনজিৎ অধিকারি, অসীম দে জানায়, তারা যখন ওই স্কুলে দশম শ্রেণীর বি সেকশনে পড়ত তখনই তারা টিফিনের খরচ বাঁচিয়ে শহিদ জোন তৈরি করার টাকা জমিয়েছিল। পর্যায় ক্রমে শহিদ জোনটি তৈরি করে সেটিরই এই বিশেষ দিনে উদ্বোধন করা হয়। তবে তাদের আক্ষেপ এটাই অর্থ সংগ্রহের বিষয়ে অমিত সাউ নামে তাদেরই এক সহপাঠী প্রচুর সহযোগিতা করেছিল। সে আজ তাদের মধ্যে নেই। ২০১৮ সালের আগস্ট মাসে তার অস্বাভাবিক মৃত্যু হয়। এই দিনে সমস্ত ছাত্রছাত্রীরা অসীমকে খুব মিস করছে।
ওই দিনই ঘাটাল ব্লকের সিংহপুর গ্রামের বাসিন্দা সৌমিত্র রায়কে কলকাতার সিএলটি অবন মহল সভাগৃহে ‘কবিরত্ন-২০১৯’ সম্মাননা দেওয়া হয়। আয়োজক সংস্থা আলো ট্রাস্টের পক্ষ থেকে তাঁর হাতে মানপত্র ও সম্মানস্মারক তুলে দেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি এবং লেখিকা রোশনারা খান।
ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল ওই দিনে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জেলার সেরা স্কুলের পুরস্কার গ্রহণ করে। তাই এদিন ওই স্কুলেও এদিন বিশেষ ভাবে শিক্ষক দিবস পালিত হয়।
পাঁচগেছিয়া জয়রামচক গোষ্ঠবিহারী বিদ্যাপীঠে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিলি এবং বিদ্যালয়ের মধ্যে বৃক্ষরোপণ।
অন্যদিকে ঘাটাল পশ্চিম চক্রের শালিকা প্রাথমিক স্কুলে অভিভাবক ও এলাকাবাসীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!