ঘাটালে একই গ্রামে দু’জনের হঠাৎ মৃত্যুর কারণ খুঁজতে মাঠে নেমেছে প্রশাসন

সংহিতা শিরোমনি:কয়েক দিনের মধ্যেই ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটীতে দু’জনের মৃত্যু। তাঁদের মধ্যে ২২ বছরের এক তরতাজা যুবকও রয়েছেন। কেন একই গ্রামে এভাবে মৃত্যু হল তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। আর সেটাই খতিয়ে দেখতে আজ ১৬ মে রত্নেশ্বরবাটীতে গেলেন পুলিশ, প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বেলা ১০টা নাগাদ রত্নেশ্বরবাটী গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে বিস্তারিত কথাও বললেন তাঁরা। আজ ওই টিমে ছিলেন ঘাটালের বিডিও অরিন্দম দাশগুপ্ত, ঘাটাল ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ মনোজিৎ বিশ্বাস, বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল, অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। পঞ্চাননবাবু বলেন, ওই গ্রাম থেকে কয়েকটি পুকুরের জলের নমুনাও নেওয়া হয়েছে। জল পরীক্ষা করে দেখা হবে। সেই সঙ্গে কয়েক জনের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত রত্নেশ্বরবাটী গ্রামের বাসিন্দা ৩৯ বছর বয়সী সরস্বতী সাঁতরা কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই দিন হাসপাতালে ভর্তি হ’বার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। তার দু’দিন পর তথা ১৫ মে ওই গ্রামেরই ২২ বছরের তরতাজা যুবক অরূপ বাঙাল সর্দি নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির কিছক্ষণ পরেই ঘাটাল হাসপাতাল তাঁকে মেদিনীপুর করোনা হাসপাতালে স্থানান্তরিত করে। মেদিনীপুর হাসপাতাল পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
সরস্বতীদেবী করোনা সংক্রমিত ছিলেন না বলে স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছে। কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এদিকে অরূপ বাঙালের লালা রস সংগৃহীত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজ রাতে রিপোর্ট পাওয়া যাবে। তাঁর অরূপবাবুর দেহের এখনও সৎকার করা সম্ভব হয়নি। একই গ্রামে এভাবে তরতাজা দু’টি প্রাণের মৃত্যু হওয়ার জন্য প্রশাসন নড়েচড়ে বসেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।