চন্দ্রকোণায় মাটির দেওয়াল ভেঙে অসহায় পরিবার

অনিন্দ্য গোস্বামী: চন্দ্রকোণা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাড়িডাঙ্গা মহল্লায় অতিবৃষ্টির ফলে আজ ১৯ আগস্ট একটি বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে যায় এবং অন্যান্য দেওয়ালগুলিও যেকোনও সময় ভেঙ্গে পড়ে যেতে পারে বলে বাড়ির মালিক বুল্টি রুইদাস জানালেন। পৌরসভার হাউস ফর অল প্রকল্পে তিনি পাকা বাড়ির আবেদন করেছিলেন, কিন্তু ওই পরিবারকে কোনও বাড়ি দেওয়া হয়নি।[এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুল্টিদেবী  লোকের বাড়িতে কাজ করেন ও তাঁর স্বামী ভ্যানচালক। অত্যন্ত দরিদ্র এই পরিবারটি করোনা মহামারী পরিস্থিতিতে এমনিতেই কষ্টের মধ্যে ছিলেন , উপরন্তু আম্ফান ঝড়ের পরবর্তীকালে ঘরের দেওয়াল পড়েছে এবং আজ অতিবৃষ্টি হওয়ার ফলে জল জমে গিয়ে আবার একটি দেওয়াল পড়ে যায়। আপাতত নিজেরাই একটা ত্রিপল কিনে এনে কোনোমতে ঠেক দেওয়ার চেষ্টা করেছেন। পৌরসভার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো সাহায্য করা হয়নি।
বুল্টিদেবী বলেন, আমার   ঘরে বাচ্চা আছে, বাড়িটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে। তাই খুব ভয়ের মধ্যে রয়েছি।
খোঁজ নিয়ে দেখা গেল ওই পরিবারের বাড়ির পাশে কোনও নিকাশি নালা নেই যার ফলে বৃষ্টির জল তাঁর বাড়িতে এসে ঢোকে ও মাটির দেওয়াল ভিজে যায়। ওই ওয়ার্ডের অন্যান্য বাসিন্দাদেরও অভিযোগ,পৌরসভা হাউস ফর অলের বাড়ি তাঁদের মতো গরিব মানুষকে না দিয়ে ধনী পরিবার  এবং যাদের পাকা বাড়ি আছে সেই সমস্ত আর্থিক ক্ষমতা সম্পন্ন  পরিবারকে বাড়ি দেওয়া হচ্ছে।  স্থানীয় বিজেপি নেতৃত্ব এলাকা পরিদর্শন করতে গেলে সাধারণ মানুষ শাসক দলের বিরুদ্ধে ক্ষোভে উগরে দেন। এবিষয়ে চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সনেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!