হরিরামপুরে মোবাইল নিয়ে পালাতে গিয়ে এবার ধৃত কিশোর

সৌমেন মিশ্র:চোর সন্দেহে রবিবারের সকালেই ধৃত ক্রেতা সেজে মোবাইল কিনতে আসা এক বছর ১৬ এর কিশোর। তবে ওই কিশোরকে হাতেনাতেই ধরা হয় বলে দাবি মোবাইল দোকান মালিকের। ঘটনা দাসপুর থানার হরিরামপুর বাজারের এক মোবাইল দোকানের। দোকান মালিকের থেকে জানা গেছে রবিবার সকালে সাইকেল নিয়ে ওই কিশোর মোবাইল কিনতে আসে।

মোবাইল পছন্দ হওয়ার পর তার কাভার চাইলে দোকান মালিক কাভার আনতে পিছন ঘুরতেই মোবাইল নিয়ে চম্পট দেয় ছেলে। তবে তাকে ধাওয়া করে সাথে সাথেই ধরে ফেলা হয়। দোকান মালিক জানান,এর আগেও একই ঘটনা এই করোনা পরিস্থিতির মধ্যে হয়। সেবার মুখে মাস্ক থাকায় বোঝা যায়নি কে ছিল।

এবার ছেলেটির মুখে মাস্ক না থাকায় মুখ চিনতে অসুবিধা হয়নি। তাছাড়া ধৃত ওই ছেলের থেকেই দোকানের চুরি যাওয়া মোবাইল পাওয়া গেছে এবং তা হরিরামপুর হাটকমিটির সদস্যদের উপস্থিতিতেই উদ্ধার হয়। তবে এ ঘটনা দাসপুর থানা পর্যন্ত গড়ায়নি। দোকানদারের অভিযোগের ভিত্তিকে হরিরামপুর হাট কমিটির পক্ষেই ধৃত কিশোরের বাবাকে ডেকে পাঠানো হয়। এবং ছেলের সাথে ছেলের বাবাকে বোঝানো হয়।

ধৃত কিশোরের বাড়ি ঘাটাল থানার কনকপুরে। ছেলে পড়াশোনা ছেড়ে সোনার কাজে বাইরে ছিল। বাবা বর্তমানে বাড়িতেই কৃষিকাজের সাথে যুক্ত। মোবাইলে আসক্তি থেকেই এই কাজ বলে মনে করা হচ্ছে। আগের চুরি করা মোবাইলও ফেরত পাওয়া গেছে।

হাট কমিটির সম্পাদক তপন ঘোষ বলেন,ছোটো ছেলে লোভের বসে একাজ করেছে। আমরা প্রাথমিকভাবে ছেলে ও ছেলের বাবাকে বুঝিয়েছি। দুজনেই নিজের দোষ শিকার করেছে এবং তারা লজ্জিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা হরিরামপুর বাজার চত্বরে যাতে আর না ঘটে সে দিকেও কড়া নজর থাকবে হাট কমিটির।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!