সোনার দোকান চুরি, সিসিটিভি ফুটেজে দেখা গেল চোরেদের তাণ্ডব

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: টানা প্রাকৃতিক দুর্যোগ তার সুযোগেই দুঃসাহসিক চুরি দাসপুর থানার রাজনগরে। বুধবার গভীর রাতে এলাকার একটি সোনা দোকান চুরি নিয়েই আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজনগর বাজারের অন্যান্য দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়াল।জানা গেছে, রাজনগর রাজারপুকুর মোড়ে সুকুমার জানার সোনার দোকান বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতি দুঃসাহসিক ভাবে পাশের বাড়ির পাতাকাটি দিয়ে ওই দোকান ও পাশের দোকানের সিসিটিভি ভেঙে প্রায় ঘন্টা খানেক ধরে সোনা দোকানটির প্রায় সব চাবি ভেঙে রীতিমতো তাণ্ডব চালায়। রাতে এই বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের। তিনিই বিষয়টি থানায় জানান। সাথে সাথে ওসি অমিত মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে দোকান মালিককে ডেকে পাঠান। সিসিটিভি ফুটেজ ধরে শুরু হয় তদন্ত।

তবে দোকানের যে মূল সিন্ধুক তা ভাঙতে সক্ষম হয়নি চোরেরা, কারণ সিন্ধুকটি গোপন কুঠুরির মধ্যে ছিল পাশাপাশি সিন্ধুকটি পাশওয়ার্ড দিয়ে সুরক্ষিত। তবে ওই দুষ্কৃতির দল গোপন কুটুরির মধ্যে গিয়ে সিন্ধুকের কাছ পর্যন্ত গেলেও সিন্ধুক খুলতে পারেনি। দোকান মালিক জনান দোকানের মধ্য থেকে সোনা রূপোর মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার জিনিস চুরি গেছে। তবে ওই সিন্ধুক ভাঙতে পারলে চরম ক্ষতি হত তার।অন্যদিকে বাজারে রাতের পাহারা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক দোকানদার জানাচ্ছেন রাতে দাসপুর পুলিশের সিভিকরা পাহারায় থাকলেও তাদেরকে সারা গ্রাম টহল দিতে হয়। আর সেই টহলের ফাঁকেই গতরাতে এই চুরি। মাঝে সিভিকদের সাথে পালা করে বাজার কমিটির পক্ষে দোকানদাররাও পাহারায় থাকতেন। বর্তমানে তা বন্ধ। শীত আসছে,শীতের রাতে নিজেদের দোকান সুরক্ষিত রাখতে অনেক দোকানদারই চাইছেন রাতের পাহারা আরও আঁটোসাটো হোক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!