দাসপুরে দিনের আলোয় লক্ষাধিক টাকার গহনা চুরি

সৌমেন মিশ্র ও ইন্দ্রজিৎ মিশ্র: একেবারের দিনের আলো স্ত্রীকে আনতে গৌরা গিয়েছিলেন স্বামী, শাশুড়ি বাড়ির আশেপাশে সেই সুযোগেই দোতলা বাড়ির দ্বিতলে উঠে বৌমার প্রায় ২ লক্ষ টাকার সোনার গহনা চুরি। আর সমস্ত ঘটনা আজ শনিবারের বিকেলের মধ্যেই ঘটছে বলে দাবি পরিবারের। ঘটনা দাসপুর থানার নিজামপুরের। গ্রামের মানস বেরার স্ত্রী নিশা বেরার প্রায় ২ লক্ষ টাকার সোনার গহনা চুরির অভিযোগ। পরিবারের তরফে জানানো হচ্ছে তাপস ও মানস এই দুই ভাইয়ের যৌথ বাড়ি। দুই ভাইই কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। ১৪ আগস্ট মানসের পরিবার দাসপুরের এই নিজামপুরের বাড়ি এসেছেন। নব নির্মিত বাড়ির দ্বিতলে তাঁরা থাকেন। স্ত্রী নিশা প্রতি শনিবার এক কোম্পানির ট্রেনিং এ বাইরে যান। আজ শনিবার বিকেলে প্রায় সাড়ে ৩টা নাগাদ স্বামী মানস স্ত্রীকে আনতে গৌরা যান বাড়ি ফিরে প্রায় সাড়ে ৪টা নাগাদ দেখেন বাড়ির দ্বিতলের সমস্ত আসবাব তছনছ, খোলা আলমারি ও লকার। লকারের মধ্য থেকে সোনার হার, বালা সহ প্রায় ২ লক্ষ টাকার সোনার গহনা গায়েব। পরিবারের প্রাথমিক অনুমান বাড়িতে কেউ না থাকার সুযোগে কেউ বা কারা বাড়ির মধ্যে ঢুকে বিছানার তলা থেকে আলমারির চাবি নিয়ে এই চুরির কাণ্ড ঘটিয়েছে। স্ত্রী নিশা জানাচ্ছেন, স্বামী মানস যখন গৌরার উদ্দেশ্যে রওনা দেয় সেই সময়ই এই চুরি হয়েছে। তিনি আরও জানান, তাঁর বয়স্ক শাশুড়িবা ড়িতে থাকলেও বাড়ির মধ্যে ছিলেন না, আশেপাশে ছিলেন গোয়ালে বা জমিতে। সেই সুযোগেই চুরি। অন্যদিকে দিনে দুপুরে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীরা জানাচ্ছেন, এলাকার মধ্যেই কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ জানাতে দাসপুর পুলিশে গেছেন মানস বেরা। এখন দেখার এই সোনা চুরির কিনারা করতে পারে কিনা পুলিশ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!