নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দোকানের ছাদের অ্যাসবেস্টস ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোণার রাধানগরে। সোমবার সকালে এমনই চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় চন্দ্রকোণা থানার রাধানগর এলাকায়। চন্দ্রকোণা-২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই দোকান মালিকের নাম বাপ্পা কারক, রাধানগর এলাকায় চন্দ্রকোণা-মেদিনীপুর রাজ্য সড়কের ধারেই রয়েছে তাঁর একটি ভূষিমালের দোকান।দোকানের মালিক জানান, আজ সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা জানতে পারেন। দোকানের তালা-চাবি অক্ষত থাকলেও তা খুলে ভিতরে ঢুকে দেখেন দোকানের পেছনের ছাদের অ্যাসবেস্টস ভাঙা আর দোকানের মধ্যে অগোছালো অবস্থায় দোকানের সামগ্রী। তিনি জানান,ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা থেকে দোকানের বহু সামগ্রী চুরি গিয়েছে। ছাদের অ্যাসবেস্টস ভেঙে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটতে পারে বলে জানান দোকানের মালিক।ঘটনায় চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান দোকানের মালিক বাপ্পা কারক। সাতসকালে এহেন চুরির ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাধানগর এলাকায়।
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...