আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: সোনা চুরির অভিযোগে দাসপুর থানার সাগরপুরের এক যুবককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। ধৃত যুবকের নাম নবাব আলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মুম্বাইয়ের লোকমান তিলক এলাকার একটি সোনার দোকানে কাজ করত। কিছুদিন আগে সেখান থেকে ওই যুবক প্রায় ১০৫ গ্রাম সোনা নিয়ে পালিয়ে আসে বলে অভিযোগ। এই নিয়ে দোকানের মালিক মুম্বাইয়ের লোকমান তিলক থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ দাসপুরে আসে তদন্ত করতে। দাসপুর পুলিশের সহায়তায় শুক্রবার রাতে দাসপুর থানারই সোনাখালি থেকে ওই যুবককে গ্রেপ্তার করে। আজ ২২ অক্টোবর তাকে ঘাটাল আদালতে তোলা হলে ২৭ অক্টোবর পর্যন্ত ট্রানজিট রিমাইন্ডারের নির্দেশ দেয় আদালত।
Home এই মুহূর্তে ব্রেকিং সোনা চুরির অভিযোগে গ্ৰেপ্তার দাসপুরের যুবক, ৫ দিনের ট্রানজিট রিমাইন্ডারের নির্দেশ দিল...
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...