দাসপুরে মন্দিরে লক্ষাধিক টাকার সম্পদ চুরি

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে দাসপুর থানার সেকেন্দারী গ্রামে রাধা-কৃষ্ণ মন্দিরে চুরি হল। ওই মন্দিরের গেটের তালা ভেঙে রাধা-কৃষ্ণ মূর্তির প্রায় তিন ভরি সোনার গয়না, কৃষ্ণের রূপার বাঁশী, প্রণামী বাক্স-সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই মন্দিরের সেবাইত কমলা বেরা বলেন, সকালে মন্দির পরিষ্কার করতে যাবার সময়ই মন্দির চুরির বিষয়টি জানা যায়
গেটে তালা যেখানে লাগানো থাকে সেই অংশটি কাটা ছিল। তাই অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা তালা কেটে দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। তারপরই তারা মন্দিরের ভেতরের জিনিসপত্রগুলি নিয়ে গেটটি বন্ধ করে চলে যায়। তাই চুরি হয়েছে বলে বাইরে থেকে বোঝা যায়নি। দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, ওই গ্রামের বাসিন্দা কমলা বেরার পুত্রেরা প্রায় বছর আটেক আগে ওই সুদৃশ্য মন্দিরটি তৈরি করেছিলেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!