ঘাটালের খড়ারে পাশাপাশি দুটি মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

মনসারাম কর: বুধবার রাতে শতাব্দীপ্রাচীন দুটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঘাটালের খড়ার শহরে।

খড়ারের আট নম্বর ওয়ার্ডের দোলই পাড়ার নিকটবর্তী ধর্ম মন্দির এবং সাত নম্বর ওয়ার্ডের শিরোমনি পাড়ার সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের তালা ভেঙে দেবতার মূল্যবান সম্পদ চুরি করেছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে উভয় মন্দির থেকেই দেবতার নথ, টিকুলি, পাদুকা সহ অন্যান্য সোনা ও রুপার গহনা এবং মূল্যবান ধাতব সমস্ত জিনিসপত্র চুরি করেছে দুষ্কৃতীরা। প্রত্যেক মন্দিরের চুরি যাওয়া জিনিস পত্রের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকারও বেশি হতে পারে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। শহরের ভেতরে ঢুকে এমন দুষ্কৃতীরাজে হতভম্ব খড়ারবাসী। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা বড় কিছু দুর্ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছে। নির্দিষ্ট কোনও দুষ্কৃতী চক্রের এই মন্দির চুরির পিছনে হাত থাকতে পারে বলেই স্থানীয়দের অনুমান। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে খড়ার শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সকলেই পুলিশ প্রশাসনের কাছে দুষ্কৃতীদের আটক করার দাবি জানিয়েছে। এই নিয়ে শিরোমনি পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ শিরোমনি এবং অসীমা শিরোমনি বলেন, এই সমস্ত চুরির ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের সতর্ক হওয়া দরকার।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।