দাসপুরে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালো তৃণমূল কর্মীরাই

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাতে তৃণমূলের পতাকা মুখে মমতার জয়ধ্বনি দিয়ে স্লোগান,আপাদমস্তক তৃণমূল কর্মী। কিন্তু আজ ২৬ এপ্রিল মঙ্গলবার এই তৃণমূল কর্মী সমর্থকরাই দলের স্থানীয় বুথ সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাটমানি খাওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন। শুধু তাই নয়, ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে দাসপুর থানার হরিরামপুরে টায়ার জ্বালিয়ে দুর্নীতগ্রস্থ নেতাদের অপসারণের দাবি তুলে প্রকাশ্যে স্লোগান দিলেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ মঙ্গলবার বিকেল থেকেই ১৫ থেকে ২০ জন তৃণমূলের ঝাণ্ডা হাতে দাসপুরের হরিরামপুরের তৃণমূলের কার্যালয়ে হাজির হন। স্থানীয় হরিরামপুর সমবায় সমিতিতে কর্মী নিয়োগ সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে দলের স্থানীয় নেতৃত্ব রঞ্জিত বাগের বিরুদ্ধে স্লোগান তোলেন। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা প্রকাশ্যে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে নতুন ঘর বানানো থেকে ব্যবসা সমস্ত বিষয়ে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন। এরই মাঝে প্রতিবাদে তাঁরা হরিরামপুরে তৃণমূল কার্যালয়ের তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাকর হয়ে ওঠে। দাউ দাউ করে রাস্তার মাঝে জ্বলতে থাকে টায়ার। তারই মাঝে দলের অন্যান্য কর্মী দেখলেই স্লোগান জোরালো হতে থাকে। বাদানুবাদ থেকে কথা কাটাকাটি। যে কোনও মূহুর্তে পরিস্থিতি আয়ত্বের বাইরে যেতে পারে। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর পুলিশ। পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা চালাতে থাকেন পুলিশ অফিসাররা। মূল অভিযোগ স্থানীয় যে তৃণমূল নেতা সেই রঞ্জিত বাগের কাছে সমস্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। তবে আজকের এই দলীয় কর্মীদের বিক্ষোভের ঘটনা সাথে দলীয় কার্যালয়ে তালা দেবার কথা স্বীকার করেন তৃণমূলের দাসপুর-১ ব্লক সভাপতি সুকুমার পাত্র। তিনি জানান,সমবায়ে নিয়োগের বিষয়ে তাঁদের দল হস্তক্ষেপ করতে পারে না। তবে দলের স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিত আকারে অঞ্চল বা ব্লক স্তরে জানাতে হবে। লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!