বীরসিংহে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভা ঘিরে বীরসিংহে ব্যাপক গণ্ডগোল তৃণমূলের পার্টি অফিস দখল করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৬ সেপ্টেম্বর বীরসিংহে বিদ্যাসাগরের জন্ম দিন উপলক্ষে মুখ্য মন্ত্রী আসার কথা।

তা নিয়েই আজ  ১ সেপ্টেম্বর বিকেলে বীরসিংহ গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি বৈঠকে বসা হয়েছিল। সেখানেই তৃণমূল নেতা দিলীপ মাজি এবং প্রশান্ত রায়কে ধস্তাধস্তি ও হেনস্তা করা হয়। পরিস্থিতি এমন হয় যে তাঁরা সভা শুরু করতেই পারেননি। গ্রামবাসীদের অভিযোগ, বীরসিংহকে আদর্শ গ্রাম করে গড়ে তোলার কথা ছিল। কিন্তু সেকথা রাখতে ব্যর্থ হয়েছেন স্থানীয় নেতারা। বীরসিংহে সে অর্থে উন্নয়ন হয়নি। কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বাস আসে না। বীরসিংহের সঙ্গে সরকারি ও বেসরকারি বাস যোগাযোগ নেই। সভাস্থল থেকে নেতারা রাস্তায় বেরোতেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। তাঁরা তৃণমূলের নেতাদের বাইক আটকে বিক্ষোভ দেখিয়ে অপদস্থ করে। নেতাদের  ঘিরে যখন স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সুযোগে বীরসিংহের তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘাটাল থেকে পুলিশ বাহিনী যায়। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি বলেন, বিজেপি চক্রান্ত করে ওই কাজ করেছেন। এদিকে বিজেপির ঘাটাল পূর্ব মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, বীরসিংহে দীর্ঘ দিন কোনও উন্নতি হয়নি তাই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। পুলিশ জানিয়েছে, আজকের সভায় বেশ কিছু মানুষ মদ্যপ অবস্থায় প্রবেশ করেছিলেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!