এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচারে নামল দলের শিক্ষক সংগঠন

Published on: February 19, 2022 । 10:22 PM

বিকাশ আদক: আর মাত্র কয়েকটা দিন। সামনেই পৌরসভা নির্বাচন। বিভিন্ন পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে জোর কদমে চলছে বিভিন্ন দলের প্রচারের কাজ। দলীয় সভা, মিটিং, মিছিল আর চলছে বাড়ি বাড়ি প্রচার।আর সেই প্রচারকে সামনে রেখে পাখির চোখ করে তৃণমূল প্রার্থীদের জেতাতে মাঠে নেমেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। বিদ্যালয়ের শিক্ষকতা সেরে অবসর সময়ে প্রার্থীদের সঙ্গে নিয়ে চন্দ্রকোণার প্রতিটি ওয়ার্ডে জোর কদমে সারছেন দলের প্রচার কাজ। চন্দ্রকোনা পৌরসভার ১২টি ওয়ার্ড আর সেই বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। প্রার্থীদের সঙ্গে শুনছেন সাধারণ মানুষের অভাব, অভিযোগও। আজ তেমনি চন্দ্রকোনা পৌরসভার ২নম্বর ওয়ার্ডের প্রার্থী, বিগত দিনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং প্রাথমিক শিক্ষিকা প্রতিমা পাত্রের বাড়ি বাড়ি গিয়ে প্রচার কাজ সারেন। প্রার্থীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চন্দ্রকোনা-২ চক্রের সভাপতি দেবাশিস দে, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, জেলা প্রতিধিনি তাপস মাজি সহ সমিতির অনেক শিক্ষক-শিক্ষিকাগণ। প্রচার কার্যকে সাফল্যমন্ডিত করতে যোগ দেন চন্দ্রোকাণা-২ ব্লকের এবারের নির্বাচিত বিধায়ক অরূপ ধাড়া। আগামীদিনে এভাবেই তৃণমূলের শিক্ষক সংগঠন দলের বিভিন্ন কার্যকলাপে যোগ দিতে ও কাজ করতে বদ্ধ পরিকর।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।