খুকুড়দহ চক্রে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের ১০ম সম্মেলন

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি খুকুড়দহ চক্রের ১০ ম সম্মেলন অনুষ্ঠিত হল।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জাতীয় শিক্ষানীতির শিক্ষার পরিপন্থী কিছু বিষয় বাদ দেওয়ার জন্য এই আন্দোলন শুরু করা হয়েছে। আজ ২৩ এপ্রিল দাসপুর-২ ব্লকের শ্যামচক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। ১১৭ জন শিক্ষক-শিক্ষিকা, প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। পতকা উত্তোলন ও প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে। ওই চক্রের সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, জাতীয় শিক্ষানীতির শিক্ষার পরিপন্থী কিছু বিষয় বাদ দেওয়ার জন্য একটি আন্দোলন শুরু করেছেন তাঁরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবিগুলি যাতে পৌঁছায় সেজন্যই এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। কোনও স্কুলে শিক্ষক বেশি কোনও স্কুলে শিক্ষক কম, একটি সামঞ্জস্যপূর্ণ বিষয়ে আসার জন্য এবং তাঁদের দাবিগুলি যাতে পূরণ করা হয় সেজন্যই আজকের এই সম্মেলন। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/